এনকাউন্টারে মারা গেলো বিকাশ দুবে কানপুর ওয়ালা
গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউন্টারে মারা যায়। উত্তরপ্রদেশ STF এর হাতে খতম বিকাশ দুবে কানপুর ওয়ালা। পুলিশ হেফাজত থেকে নাকি পালানোর চেষ্টা করে সে। সকাল ৭ টা থেকে সাড়ে সাতটা নাগাদ হয় ঘটনা। সে সময় পুরো এলাকা ঘিরে নেয় পুলিশ।
কানপুর নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের গাড়ি, সেসময় পুলিশের হাতিয়ার ছিনিয়ে পালানোর চেষ্টা করে উত্তর প্রদেশের গ্যাংস্টার। পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর সময় পুলিশের সঙ্গে শুরু হয় বিকাশের সংঘর্ষ। সে সময় তাকে এনকাউন্টার করা হয়। কানপুর আদালতে নিয়ে যাওয়ার আগে হয়ে গেল এই ঘটনা। কি করে হলো পুরো ঘটনা তা নিয়ে পুরো ব্যাখ্যা এখনো দেয়নি কানপুর পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছে।