ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19West Bengal

পশ্চিম বর্ধমান জেলার তিন যায়গাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন ঃ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, জেলায় তিন জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। রূপকথা সিনেমা হল এর কাছে বিজয় ভান্ডার গ্রোসারী শপ, আরকে লেমিনেশন এন্ড ইলেকট্রিক্যাল ফার্নিচার শপ এবং মা বিমালা ভ্যারাইটি স্টোর। দ্বিতীয় জায়গা হলো আসানসোলের মহিশিলা কলোনি, পূর্বপাড়া সাদাপুকুর এলাকা। তৃতীয় যায়গা হলো দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকা।।
এই এলাকার বাসিন্দাদের অযথা বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। পাশাপাশি এলাকায় সচেতনতা বাড়াবার এবং এলাকার সেনিটাইজিং করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *