আসানসোল পৌরনিগমের উদ্যোগে ওয়ার্ল্ড পোপুলেশন সপ্তাহ পালন
বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল:আসানসোলের পৌরনিগমের চাঁদমারির এক স্বাস্থ্য কেন্দ্রে ওয়াল্ড পপুলেশন দিবস সপ্তাহ পালন করা হয়। এদিন আসানসোল পৌরনিগমের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়েছে। উপস্থিত ছিলেন পৌরনিগমের হেলথ অ্যাডভাইজার ওয়াসিমুল হক এবং পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে সকল মহিলাদের ওয়াল্ড পপুলেশন দিবস বিষয়ে অবগত করা হয়েছে। এর পাশাপাশি আসানসোলে পৌরনিগম এলাকায় এই বিষয়ে সচেতনতা মুলক অনুষ্ঠান করা হয়। এই বিষয়ে পৌরনিগমের হেলথ অ্যাডভাইজার ওয়াসিমুল হক জানিয়েছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নির্দেশে সচেতন মুলক অনুষ্ঠান করা হচ্ছে। এর পাশাপাশি মহিলাদের ফ্যামিলি প্লানিং কিট বিতরণ করা হয়েছে।