Bengali NewsCOVID 19RANIGANJ-JAMURIAWest Bengal

এবার পশ্চিম বর্ধমান জেলার পুলিশে করোনার থাবা / রানিগঞ্জ থানার অফিসার ও সিভিক ভলেন্টিয়ার সহ আক্রান্ত ১৪

বেঙ্গল মিরর, আসানসোলঃ এবার পশ্চিম বর্ধমান জেলার পুলিশ মহলে করোনার থাবা! আসানসোল দূর্গাপুর পুলিশের রানিগঞ্জ থানার ১৪ জন করোনায় আক্রান্ত বলে শনিবার রাতে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ৫জন পুলিশ অফিসার ও ৯ জন সিভিক ভলেন্টিয়ার। তাদেরকে দূর্গাপুর কোভিড ১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১১ জনের লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ শনিবার আসে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *