ASANSOL-BURNPUR

আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি ১৫ / আসানসোল মহকুমা জুড়ে রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দোকান বাজার খোলা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ জুলাইঃ করোনা সংক্রমণ আটকাতে কড়া পদক্ষেপ নিলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গাঙ্গুলি রবিবার সন্ধ্যায় এক নির্দেশিকা জারি করে বলেছেন, রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দোকান বাজার খোলা থাকবে। ঔষধ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও দুপুর একটার পরে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তবে, বাকি সব কিছু স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। মহকুমাশাসক বলেছেন, রেস্টুরেন্ট ও খাবারের দোকান খোলা থাকলেও, সেখানে বসে কেউ খেতে পারবেন না। শুধু হোম ডেলিভারি করা যাবে।
এদিকে জেলায় করোনা আক্রান্তর সংখ্যা রবিবার রাতে ৩৫০ পার হয়ে গেছে। যদিও তার মধ্যে ২০০ জনের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে৷


এদিকে, রবিবার সন্ধ্যা সাতটার শেষ খবর আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ১৫ জন করোনা উপসর্গ সন্দেহে ভর্তি রয়েছেন। তারমধ্যে গত ২৪ ঘন্টায় দুজনের লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দুজনের বাড়ি আসানসোল ও বার্ণপুরে। তাদেরকে দূর্গাপুরের কোভিড ১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তবে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোন কন্টাইনমেন্ট জোন হয়নি। এখন পর্যন্ত জেলায় ৬টি কন্টাইনমেন্ট জোন রয়েছে। পাশাপাশি আসানসোল পুরনিগমের রানিগঞ্জ পুর এলাকায় শনিবার থেকে দুটি ওয়ার্ডে লক ডাউন শুরু হয়েছে। রানিগঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ পার হয়ে গেছে ।

One thought on “আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি ১৫ / আসানসোল মহকুমা জুড়ে রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দোকান বাজার খোলা

  • Dr.Samir Biswas.

    There should be a RT-PCR CENTER In between asansol & Barak ar.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *