ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIAWest Bengal

বড়োসড়ো গাঁজা চক্রের পর্দা ফাঁস জামুড়িয়ায়

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, জামুড়িয়া: বড়োসড়ো গাঁজা চক্রের পর্দা ফাঁস করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর পুলিশ। জামুড়িয়ায় কুয়ো মোড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়। এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস। এ ডি সি পি সায়ক দাস জানান, “তল্লাশি অভিযান এখনো চলছে। এই মুহূর্তে কত পরিমাণ গাঁজা এবং নগদ টাকা উদ্ধার করা সম্ভব হল বলা সম্ভব নয়। তবে ১৫০ থেকে ২০০ কেজি গাঁজা এবং প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে”। এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের মূল পান্ডা জামুড়িয়ার বাসিন্দা সনোজ সিংকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *