ASANSOLBengali NewsKULTI-BARAKAR

৩০০ বিজেপির কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান

বেঙ্গল মিরর, কুলটি, বিশু শর্মা:আজ তৃণমূল কংগ্রেস দলের সভা অনুষ্ঠিত হলো কুলটি বিধানসভার লছিপুর মোড়ে, প্রায় তিনশো বিজেপির কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন খোকন বাউরীর নেতৃত্বে, তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ‍্যের মন্ত্রী মলয় ঘটক মহাশয় ।এই সভায় প্রধান বক্তা মন্ত্রী মলয় ঘটক মহাশয় এছাড়াও বক্তব্য রাখেন ডেপুটি মেয়র তাবাস্সুম আরা, বাবু দত্ত, বাবুয়া রায় সহ সভার উদ্যোক্তা বাচ্চু রায় ।

Leave a Reply