ASANSOLBengali NewsCOVID 19West Bengal

আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে ৩০০০ মাস্ক বিতরণ

আসানসোল,বেঙ্গল মিরর,২০ শে জুলাই, ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত :আসানসোল মহিলা উদ্যোগ সংস্থার পক্ষ থেকে সোমবার মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির সূচনা আসানসোলে ভগৎ সিং মোড় থেকে করা হয়। এরপর বিএনআর মোড়, কোর্ট মোড় ও পুলিশ লাইনের সংলগ্ন রাস্তায় পথচলতি মানুষের মধ্যে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করা হয়।আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে চেয়ারপারসন শ্রীমতি সুদেষ্ণা ঘটক জানান, যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে সেই প্রবণতা দেখে মানুষের মধ্যে সচেতনতা আনবার জন্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।ওই অনুষ্ঠানে আসানসোল মহিলা উদ্যোগের সদস্যাদের মধ্যে সুবর্ণা রায়, সুদীপ্তা তলাপাত্র, মৈত্রেয়ী গাঙ্গুলী, তপতী লায়েক, প্রতিমা মিত্র, রীনা সেনগুপ্ত, তিলোত্তমা মুখার্জি, মধুমিতা সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *