১৩ জন বেনিফিসারির মধ্যে বকনা বাছুরের বিতরণ
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি,সালানপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়,বারাবনি বিধায়কের নির্দেশে,জেলা পরিষদের উদ্যোগে এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায়,প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তত্বাবধানে, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর অফিসে সামনে সালানপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ১৩ জন বেনিফিসারিকে স্বনির্ভর করতে বকনা বাছুর তুলে দেওয়া হলো। তাছাড়া প্রতিটি বেনিফিসারিদের হাতে ১৯০ কেজি করে বাছুরের খাবার,ওষুধ,গোসালা মেরামতের জন্য ৪১১০টাকা প্রদান করা হয়
এই প্রসঙ্গে সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়,বারাবনি বিধায়ক বিধান উপাধ্যাযয়ের নির্দেশে, জেলা পরিষদের উদ্যোগে এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এলাকার বেকার পুরুষ ও মহিলাকে স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা।
তাই আজ সালানপুর ব্লকের ১৩জন বেনিফিসারিকে বকনা বাছুর দেওয়া হলো।
তাছাড়া প্রতিটি বকনা বাছুরের ইন্সরেন্স দেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়,বি.এল.ডি.ও ডাক্তার শুভাশিস পাল, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।