ASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19DURGAPURNationalPANDESWAR-ANDALPURULIA-BANKURARANIGANJ-JAMURIAWest Bengalखबर जरा हट के

করোনা সংক্রমণ আটকাতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের / সপ্তাহে দুদিন করে গোটা বাংলায় লক ডাউন, নবান্নে জানালেন স্বরাষ্ট্র সচিব

বেঙ্গল মিরর,সৌরদীপ্ত সেনগুপ্ত:কলকাতা, ২০ জুলাইঃ রাজ্য জুড়ে করোনা সংক্রমণ আটকাতে নয়া পদক্ষেপ নিলো রাজ্য সরকার। সোমবার বিকালে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায় জানান, চলতি সপ্তাহ থেকে রাজ্যে দুদিন করে সম্পুর্ণ লক ডাউন হবে। দোকান, বাজার অফিস থেকে যান চলাচল সবই এই লক ডাউনে বন্ধ থাকবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার (২৩ জুলাই) ও শনিবার (২৫ জুলাই) এই লক ডাউন হবে। আগামী সপ্তাহে প্রথম লক ডাউনের দিন হবে বুধবার (২৯ জুলাই)। আপাততঃ জুলাই মাসের লক ডাউনের দিন জানানো হলো। জুলাইয়ে শেষে আগষ্ট মাসের লক ডাউনের দিন আলোচনা করে জানানো। গোটা আগষ্ট মাস জুড়ে এইভাবে লক ডাউন চলবে। তিনি আরো বলেন, রাজ্য জুড়ে কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আগামী সোমবার বৈঠক করে বিস্তারিত ভাবে আবার আলোচনা করা হবে। একইসঙ্গে কন্টাইনমেন্ট জোনে যেমন লক ডাউন চলছে, তা চলবে। স্বরাষ্ট্র সচিব বলেন, করোনার সংক্রমণের যে ” চেন ” শুরু হয়েছে, তা ভাঙ্গতে এই কম্পিলিট বা সম্পূর্ণ লক ডাউন সপ্তাহে দুদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বৈঠকে সবার সঙ্গে আলোচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন।এরই সঙ্গে জানা যায় স্বাস্থ্যভবনে ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু হচ্ছে। ৬০টি ফোনে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। ১৮০০৩১৩৪৪৪২২২ এবং ০৩৩-২৩৪১২৬০০। টেলিমেডিসিনের হেল্পলাইন ০৩৩-২৩৫৭৬০০১। কলকাতায় অ্যাম্বুল্যান্স পরিষেবা ০৩৩-৪০৯০২৯২

Leave a Reply