এজিচার্চ স্কুলের প্রিন্সিপাল কোভিড-19 এ মারা গেছে ?
বেঙ্গল মিরর, আসানসোল,24,জুলাই:- এজিচার্চ স্কুলের প্রিন্সিপাল কোভিড-19 এ মারা গেছে কিনা সে বিষয়ে সঠিক তথ্য না থাকার জন্য চর্চার মধ্যেই ছিল,কি কারণে তিনি মারা গেলেন । এখন মিশন হাসপাতালের একটি ডেথ সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাতে উল্লেখ আছে তার আরো কিছু রোগের পাশাপাশি কোভিড-19 পজেটিভ ছিল ।যদি ডেথ সর্টিফিকেট সত্যি হয় তাহলে করোনা ভাইরাস এর জন্যই প্রাণ হারালেন এজিচার্চের প্রিন্সিপাল। এই বিষয়ে জিজ্ঞেস করলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি মারা যাওয়ার পর তার বাড়ি ঘিরে দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে। নিয়ম অনুযায়ী তার মৃতদেহ সৎকার হয়েছিল। তবে এই ডেথ সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করার পর সাধারণ মানুষ নিশ্চিত যে অন্যান্য রোগের পাশাপাশি তিনি কোভিড-19 এর জন্যই মারা গেছেন। তবে বেঙ্গল মিরর এই ডেথ সার্টিফিকেট টা সত্যি কিনা তার পুষ্টি করে না।




