ASANSOLASANSOL-BURNPURCOVID 19

আসানসোল স্টেডিয়ামের কাছে এসবিএসটিসি কন্ডাক্টরের মৃত্যু, করোনা রিপোর্ট পজিটিভ আসা তে চাঞ্চল্য


আসানসোল , বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :পশ্চিম বর্ধমানের আসানসোলে স্টেডিয়াম এর কাছে হিরাপুর থানার অন্তর্গত সাঁতাডাঙ্গাল অঞ্চলে রাষ্ট্রায়ত্ত এসবিসি সংস্কার বাস কন্ডাক্টরের এর মৃত্যু হয়। কিছুদিন ধরেই তিনি জ্বর সর্দি কাশির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তি এইচ এল জি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পরে তাকে ইএসআই হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে করো না পরীক্ষার জন্য তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখানে তার করোনা পরীক্ষা করা হয়। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই রবিবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়। এরপর দেহ জেলা হাসপাতালে পোস্টমর্টেম এর জন্য পাঠানো হলে সেখানে পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর গতকাল রোগীর পরিবারকে ফোন করে জানানো হয় যে ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন অর্থাৎ রিপোর্ট পজিটিভ। পরিবারের সদস্যরা হোম কোয়ারান্টাইনে রয়েছেন। আর এরপরই ওই এলাকা সিল করে দেওয়া হয় এবং সেখানকার কাউন্সিলরের তত্ত্বাবধানে এলাকা স্যানিটাইজেশন করা হয়।ঘটনা প্রকাশ্যে আসার পরই ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ২৬ তারিখে প্রকাশিত হেলথ বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৫ হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩২ হয়েছে। হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছে জেলায়। এরই সঙ্গে মোট ৩০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *