পশ্চিম বর্ধমান জেলার প্রায় সমস্ত বাজারে ঘুরছে টাস্কফোর্সের আধিকারিকরা।
বেঙ্গল মিরর, সৌমিত্র গাঙ্গুলী, 28 জুলাই: আলু ও সবজির দাম যেন কেউ বেশি না নিতে পারে তার জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুরে বেড়াচ্ছে টাস্কফোর্সের সদস্যরা। এদিন আসানসোল বাজার, নিয়ামতপুর বাজার ,রানীগঞ্জ বাজারে , বার্নপুর বাজারের আধিকারিকরা ঘুরে ঘুরে দেখেন কেউ বেশি দাম নিচ্ছে কিনা। এছাড়া যাচাই করে দেখে কেউ ওজন কম নিচ্ছে কিনা। পাশাপাশি কেউ আলু মজুদ করে রেখেছে কিনা, তারই খোঁজখবর নেন ওই আধিকারিকরা। আর এই অভিযানের খবর পেতেই বাজারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।