রেলপার রামকৃষ্ণ ডাঙ্গায় পাওয়া গেল করোনা পজেটিভ


বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ः রেলপার রামকৃষ্ণ ডাঙ্গায় পাওয়া গেল করোনা পজেটিভ। আর এই খবর চাউর হতেই চাঞ্চল্য তৈরি হয় সংলগ্ন এলাকায়। কয়েকদিন ধরেই শারীরিক প্রতিবন্ধী যুবকের শরীর অসুস্থ ছিল তার পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে তার চিকিৎসা করাই সেখানেই তার কোভিড টেস্ট হয়। মঙ্গলবার তার পজিটিভ আশায় তার বাড়িতে পুলিশ এসে আশপাশের সব দোকান বন্ধ করে দিয়ে যায়।
