রাখী পূর্ণিমা, জন্মাষ্টমী ও আদিবাসী দিবস / রাজ্যে ২ ও ৯ আগষ্ট লক ডাউন হচ্ছে না / টুইট করে জানালো স্বরাষ্ট্র দপ্তর
বেঙ্গল মিরর, কলকাতাঃ আগষ্ট মাসে আরো দুদিন কমপ্লিট লক ডাউন হচ্ছে না রাজ্যে। রাখী পূর্ণিম, জন্মাষ্টমীর ও আদিবাসী দিবসের জন্য ২ আগষ্ট রবিবার ও ৯ আগষ্ট রবিবার রাজ্য লক ডাউন হচ্ছে না। রাজ্যের হোম ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর মঙ্গলবার রাতে টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তর কথা জানায়। এর আগে এদিন সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন যে, ২ ও ৯ আগষ্ট রাজ্যে লক ডাউন হবে। কিন্তু ৩ আগষ্ট রাখী পূর্ণিমা ও ১১ আগষ্ট জন্মাষ্টমী রয়েছে। এর পাশাপাশি ৯ আগস্ট আদিবাসী দিবসে রয়েছ। তবে বাকি দিনগুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন লক ডাউনের কথা জানিয়েছেন,তেমন হবে।