Bengali NewsNationalWest Bengalराजनीति

বর্ধমান জেলার নেতা দেবু টুডু হলেন রাজ্যস্তরে তৃণমূলের মুখপাত্র।

বেঙ্গল মিরর ,বর্ধমান 28 জুলাই: পার্থ চ্যাটার্জি হলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরে মুখপাত্র , দেবু টুডু ,কুণাল ঘোষ, দিনেশ বাজাজ, ওমপ্রকাশ মিশ্র সহ 22 জন হলেন রাজ্যস্তরে মুখপাত্র ।
দেবু টুডু হলো রাজ্য স্তরের মুখপাত্র ।বর্ধমান জেলার এই আদিবাসী নেতা আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ইনি অবিভক্ত বর্ধমান জেলার সভাধিপতি তথা বর্তমানে পূর্ব বর্ধমান জেলার সহ-সভাধিপতি ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সমন্বয় কমিটির সদস্য ।
দেবু টুডু সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মেলামেশা করে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছে। দল তাই তাকে এই পদ দেয়। আর এই খবর চাউর হতেই পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মানুষ সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় ।তাঁকে বিভিন্নভাবে মেসেজের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছে তার অনুগামীরা।

Leave a Reply