আসানসোল বাজারের ব্যবসায়ী কোরোনা আক্রান্ত, ২৪ ঘন্টায় ২৯ জন পজিটিভ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমানের আসানসোল বাজার এলাকায় দোকান রয়েছে এমন এক ব্যবসায়ীর দেহে পাওয়া গেল করোনা ভাইরাস। এর পরেই সারা বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্র অনুযায়ী খবর আসানসোলের ইসমাইল অঞ্চলে তথা গোশালার শিব মন্দিরের কাছে ওদের বসস্থান । বাজারে ওই ব্যক্তির দোকান রয়েছে। ওই ব্যক্তি তার পাঁচ ভাইয়ের সঙ্গে বসবাস করেন। বুধবার বিকেলে ওই ব্যক্তিকে দুর্গাপুরের কোভিড-19 হাসপাতাল অর্থাৎ সনোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর প্রকাশের পরই বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কে পশ্চিম বর্ধমানের গত 24 ঘন্টায় 29 জন করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে। একজন সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। বর্ধমান জেলায় মোট সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা বর্তমানে 313