ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

কল্যানেশ্বরী নাকা পয়েন্টে ধরা পড়লো এক অবৈধ দেশি মদের কারবারী

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি,সালানপুর :-প্রতিনিয়ত কল্যানেশ্বরী নাকা পয়েন্টে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের নাকা চেকিং হয়ে থাকে, ঝাড়খণ্ড থেকে আসা যাওয়া প্রতিটি যানবাহন চেকিং করা হয়, তার উপর লকডাউন তাই বর্ডারে চলছে পুলিশের কড়া নিরাপত্তা।
বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের উমেশ বাউরি নামক এক ব্যাক্তি মোটর সাইকেলে করে একটি ব্যাগের মধ্যে কুলটির রামনগর এলাকার দেশি মদের দোকান থেকে প্রায় ৪০ টি মদের বোতল অবৈধ ভাবে ঝাড়খণ্ডের সঞ্জয় চোক নিয়ে যাচ্ছিলো,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস গোপন সূত্রে খবর পেয়ে সেই ব্যাক্তিকে নাকাতে আটক করেন,এবং উমেশ বাউরির ব্যাগের মধ্যে প্রায় ৪০টি দেশি মদের বোতল পাওয়া যায়।


বৃহস্পতিবার উমেশ বাউরি কে আসানসোল আদালতে তোলা হয়।
সূত্র অনুসারে জানা যায় এই উমেশ বাউরি প্রায় সময় পশ্চিমবর্ধমানের বিভিন্ন দেশি মদের দোকান থেকে মদ নিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে সফলাইকরেন।বুধবার উমেশ বাউরি কুলটির রামনগর এলাকা থেকে ৪০টি দেশি মদের বোতল নিয়ে ঝাড়খণ্ড যাচ্ছিলো।
কারন ঝাড়খণ্ডে এই দেশি মদ পাওয়া যায় না,কিন্তু এই মদের চাহিদা প্রচুর তাই চড়া দামে এই মদ বিক্রি হয় ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *