তৃণমূল দলীয় কার্যালয়ের উদ্বোধন চাপুই এলাকায়


বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ : রানীগঞ্জের গ্রামীণ অঞ্চলে চাপুই এলাকায় বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সভাপতির তৃণমূল দলীয় কার্যালয়ের উদ্বোধন পর্ব সম্পন্ন করলেন তৃণমূলের 3 শীর্ষ জেলা নেতা । এদিন তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ,রাজ্য কমিটির সেক্রেটারি কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ও পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি একযোগে এই উদ্বোধন পর্ব সারলেন । প্রথমেই দলীয় কার্যালয়ের উদ্বোধন পর বর্ষার আগেই ঢাক বাজিয়ে পুষ্পবৃষ্টি করে বাজি ফাটিয়ে বরণ করে নেওয়া হলো আগত তৃণমূল নেতৃস্থানীয়দের। এদিন প্রথমেই তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন পর্বের সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, পরে একযোগে দলীয় কার্যালয়ের ফলক উন্মোচন করে ফিতে কেটে উদ্বোধন পর্ব সারেন তারা।

এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হুঁশিয়ারি বেঁধেন সেখানে দলীয় নেতাকর্মীদের। তিনি এদিন এই দলীয় কার্যালয়ে বসা তৃণমূল নেতাদের হুঁশিয়ারি সুরে জানান কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। সকলের জন্যই থাকবে একটি অভিযোগ বাক্স সেই অভিযোগ বাক্সের চাবি রইবে তার কাছে ও ব্লক 1 এর সভাপতি সাধন রায়ের কাছে বলে জানান জিতেন্দ্র তিওয়ারি। তার কথায় ফের কেউ যেন আতঙ্কের দিন আসতে না দেয়। এই এলাকায় একসময় সিপিএমের আতঙ্কে দিন কাটাতে হয়েছে বলেই দাবি করেন মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এবং তিনি বলেন আগামী ,২০২১ শুধু রাজ্যেও নয় পশ্চিম বর্ধমানে যে কটা আমরা পাইনি সেটাও আমদের উপহার দিবেন এখানকার জনগন।