ASANSOL

Rotary Asansol Royal Bengal পক্ষ থেকে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল: রোটারি ক্লাব অফ আসানসোল রয়্যাল বেঙ্গলের পক্ষ থেকে কালনা স্টোন কোয়ারারি অঞ্চলে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। এক সপ্তাহের জন্য় ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হল। এই উপলক্ষে রোটারি ক্লাব অফ আসানসোল রয়্যাল বেঙ্গল-এর পক্ষে শংকর চ্যাটার্জী, ঋত্বিক ঘটক, উজ্জ্বল রায়, সুপ্রদীপ মুখার্জি, সৌম্য চৌধুরী, সৌম্য গরাই, সৌরভ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। শঙ্কর চ্যাটার্জি রোটারি ক্লাব নিয়মিত বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

Leave a Reply