আসানসোল মহকুমায় দোকান বাজার খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশাসনের
বেঙ্গল মিরর, ,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল , ৩১ জুলাইঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় দোকান বাজার খুলে রাখার সময়ের নিষেধাজ্ঞা শুক্রবার প্রত্যাহার করে নিলেন আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গাঙ্গুলি। এই মর্মে এদিন নতুন করে মহকুমাশাসক আরো একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, প্রশাসনের তরফে মহকুমার দোকান ও বাজার খোলার নির্দেশ ছিলো, তা প্রত্যাহার করা হচ্ছে। শনিবার ১ আগষ্ট থেকে দোকান বাজার যে সময়ে খোলে ও বন্ধ করা হয়, তা হবে। এছাড়া রাজ্য সরকার আগষ্ট মাস জুড়ে লক ডাউনের দিন ও অন্যান্য বিধিনিষেধ করেছে, তা বলবৎ থাকবে।
প্রসঙ্গতঃ, শুক্রবার পর্যন্ত আসানসোল মহকুমার ৬৭টি বাজার দোকান খোলার সময় ছিলো সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।
পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহকুমাতেও একই নির্দেশ ছিলো। দূর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে আগেই সেই নির্দেশ প্রত্যাহার করেছেন।


