ASANSOL

আসানসোলের চাঁদমারি অঞ্চলে শ্রী শ্রী 108 শ্রী রাম দরবার মন্দির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, ৩১ শে জুলাই, ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডে চাঁদমারি অঞ্চলে শ্রী শ্রী 108 শ্রী রাম দরবার মন্দির উদ্বোধন করলেন রাজ্যে শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের এম এম আই সি অভিজিৎ ঘটক, কাউন্সিলর সি কে রেশমা ও শিখা ঘটক এবং স্থানীয় থানার পুলিশ আধিকারিক। মন্দিরের প্রস্তরফলক নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের পর মন্ত্রী মন্দির চত্বর ঘুরে দেখেন। রাম মন্দির, বজরং বলি মন্দির এবং গনেশ মন্দিরে পুজো দেন এবং আলাদাভাবে প্রদীপ প্রজ্জ্বলন করেন।মন্দিরের পাশেই একটি মঞ্চ বেঁধে একটি ছোট অনুষ্ঠান করা হয়। সে অনুষ্ঠানে মন্ত্রীকে বরণ করে নেন

এলাকার কাউন্সিলর শিকে রেশমা সঙ্গে পাগড়ী বেঁধে দেন ওই এলাকারই পুরোহিত ধার্মিক মানুষেরা।


পাগড়ী বেঁধে সম্মান জানানো হয় এম এম আই সি অভিজিৎ ঘটক এবং স্থানীয় থানার আধিকারিককেও।শ্রম ও আইনমন্ত্রী এবং আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক বলেন, ” কাউন্সিলর সি কে রেশমার এই উদ্যোগ প্রশংসনীয়। উপস্থিত চাঁদমারি এলাকার মানুষজনকে বলেন গত ৫ বছরে এলাকার অনেক উন্নতি হয়েছে। পাশেই একটি প্রাইমারী স্কুলের সার্বিক উন্নতির কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন ‘সোশ্যাল ডিসটেন্স ‘ পালন করে এই রাম মন্দিরে গতকাল থেকেই রামায়ণ পাঠ শুরু হয়েছে এবং আজ বিকেল পর্যন্ত সেটা হবে। রামায়ণ পাঠ শুনলে মন ভালো থাকে। এই ধার্মিক স্থানে পলিটিক্স এর কথা আনা উচিৎ না হলেও এটি অনস্বীকার্য যে এই বর্তমান সরকারের কাউন্সিলর , বিধায়ক প্রমুখ এই সমস্ত অসাধারণ কাজের কান্ডারী।”এদিকে আসানসোলের করপোরেশনে এম এম আই সি অভিজিৎ ঘটক বলেন, “এটা সত্যি প্রশংসনীয় কাজ। এই করোনা পরিস্থিতিতে এই ওয়ার্ডের কাউন্সিলর সি কে রেশমা বিভিন্নভাবে মানুষের সেবা তো করছেনই তার সঙ্গে এই ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি মানুষকে আরো মানসিকভাবে শক্তি যোগাচ্ছেন। এই মন্দিরে ভগবানের মূর্তির আজ প্রাণ প্রতিষ্ঠা হল। সবাই যাতে এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পান সেটাই তিনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে।” আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সি কে রেশমা বলেন ,” সবার সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব ছিল না। মন্দিরের উদ্বোধনের কথা মন্ত্রী মলয় ঘটক শুনেই বলেন আমি যেভাবেই হোক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো এবং তিনি সময়ে উপস্থিত হয়েছেন যার জন্য তিনি ধন্যবাদ জানান মন্ত্রীকে। তিনি বর্তমান সরকারের ভূয়সি প্রশংসা করেন সব ধরনের সহযোগিতা করার জন্য।” করোনা পরিস্থিতিতে সমস্ত এলাকাবাসীকে তিনি যতটা সম্ভব বাড়িতে থাকতে বলেন এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে বলেন।এদিকে আসানসোল উত্তর থানার ওই সেকেন্ড অফিসার ( মেজোবাবু) বলেন, এত সুন্দর একটি মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থেকে তিনি ভীষণ আনন্দবোধ করছেন যেখানে ধার্মিক পূজা পাঠ হচ্ছে। তিনি আরো বলেন এভাবেই মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এটাই তিনি চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *