ASANSOLBengali NewsCOVID 19RANIGANJ-JAMURIAWest Bengal

রানীগঞ্জ থানার পুলিশকর্মীরা সুস্থ হয়ে ফিরলেন থানায়

বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি, ১ লা আগস্ট ঃ রানীগঞ্জ থানার যে 22 জন পুলিশ কর্মী করোনাই আক্রান্ত হয়ে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন, তারা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন ।আর এই খবর চাউর হতেই খুশির হাওয়া রানীগঞ্জ অঞ্চলজুড়ে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় বেশকিছু থানার পুলিশ কর্মী, আধিকারিক ও পুলিশ কমিশনার নিজে আক্রান্ত হয়ে চিকিৎসারত ।তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ।এখনো বেশ কয়েকজনের চিকিৎসাও চলছে। তবে রানীগঞ্জ থানার সমস্ত পুলিশকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় একরকম খুশির মেজাজ দেখা গেল থানায় কর্তব্যরত পুলিশ কর্মীদের। থানায় সকাল থেকেই রয়েছেন ওই এলাকার এসিপি তথাগত পান্ডে এছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *