ASANSOLBengali NewsCOVID 19West Bengal

রামকৃষ্ণ ডাঙ্গালের লালটু সুস্থ হয়ে বাড়ি ফিরল :

বেঙ্গল মিরর আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত, 1লা আগষ্ট :-
রামকৃষ্ণ ডাঙ্গাল এর বাসিন্দা লাল্টু করো না কে জয় করে বাড়ি ফিরে এলো। তবে সে পাড়ায় কারো সঙ্গে মেলামেশা করতে পারবে না। 14 দিন তাকে বাড়িতে থাকতে হবে ।সে দুর্গাপুরের কোভিড হাসপাতলে ভর্তি ছিল। সেখানেই তার চিকিৎসা হয়। সেই চিকিত্সায় সাড়া দিয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে । তার বাড়ির অন্যান্য সদস্যদের টেস্ট করা হয়েছে ।কিন্তু তার ফল এখনো আসেনি। আর এই খবর পেতে এই এলাকার সাধারণ বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস নেয়।

Leave a Reply