ASANSOLBengali NewsCOVID 19RANIGANJ-JAMURIAWest Bengal

আসানসোল ও রানিগঞ্জের ১১ টি এলাকাকে নতুন করে কন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা জেলাশাসকের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ আগষ্টঃ পশ্চিম বর্ধমান জেলায় দিন প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। সোমবার রাতেই জেলায় করোনা আক্রান্তর সংখ্যা হাজার পার করেছে। ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে।
এমন পরিস্থিতিতে জেলার আসানসোল ও রানিগঞ্জের ১১ টি এলাকাকে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে কন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি এদিন সন্ধ্যায় কন্টাইনমেন্ট জোন করার জন্য একটি বিঞ্জপ্তি জারি করেছেন। ১১ টি জোনের মধ্যে ৯টি রয়েছে রানিগঞ্জ পুর এলাকা ও রানিগঞ্জ ব্লক এলাকায়।বাকি দুটি আসানসোল শহরের। আসানসোলের দুটি এলাকা হলো আপার ও লোয়ার চেলিডাঙ্গা ও মহিশীলা কলোনির ১, ২ ও ৩ নংয়ের কিছু অংশ। রানিগঞ্জে রয়েছে সিয়ারশোল রাজবাড়ি, রামবাগান, শিশুবাগান, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের মতো এলাকা।
প্রসঙ্গতঃ, সোমবার রাতেই পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ দেবাশীষ হালদার করোনা সংক্রমণের বাড়বাড়ন্তর জন্য জেলার ৩০টি এলাকাকে কন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণার জন্য জেলাশাসককে লিখিত ভাবে সুপারিশ করেছিলেন। তারপরই এদিন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি আসানসোল ও রানিগঞ্জের ১১টি এলাকাকে কন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *