ASANSOL

বারাবনি তে বিল মকুবের দাবিতে বাম সংগঠনের স্মারকলিপি

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের বাম সংগঠনের পক্ষ থেকে ইলেকট্রিক সাপ্লাই অফিস 8 দফা দাবি নিয়ে এসএসকে ডেপুটেশন দেয়া হলো এসএস না থাকার কারণে অন্য একজন অফিসার কে স্মারকলিপি দেওয়া হল লকডাউন নে ইলেকট্রিকের বিল মকুব করতে হবে এবং কেউ যদি বিল না দিতে পারে তার লাইন কাটা যাবে না এছাড়াও বিপিএল আওতার মধ্যে অনেকেই পেয়েছিল তাদেরকেও লাইন কেটে দেওয়া হয়েছে বিলের জন্য পুচরা গ্রামে দু’বছর ধরে আদিবাসী গ্রামের বিল না দেওয়াই গোটা আদিবাসী পাড়ায় লাইন কেটে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন তপন দাস, বাই সীমাদি, রবিন সাধু , বাচ্চু মিশ্র, কল্যাণ সিং, শেখ রফিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *