ASANSOLBengali NewsWest Bengalखबर जरा हट के

যৌনকর্মীদের পড়ুয়া সন্তানদের পাশে আমেরিকার প্রবাসী ভারতীয়

বেঙ্গল মিরর, কুলটি: সীতারামপুরের লছিপুরে অভাবী যৌনকর্মীদের পড়ুয়া সন্তানদের জন্য আজ থেকে আগামী সাতদিনের জন্য মধ্যাহ্নভোজ শুরু হল ৷ এতদিন সপ্তাহে দুইদিন লছিপুরের দিশা জনকল্যান কেন্দ্রে পাঠরত ছাত্রছাত্রীদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করছিলেন ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র ৷ সম্প্রতি আমেরিকবাসী প্রবাসী ভারতীয় দেবব্রত দাশ বারো হাজার টাকা পাঠানোয় সাতদিন আপাতত এই কার্যক্রম চলবে বলে উদ্যোক্তারা জানালেন ৷


অন্যন্যদিনের মত এইদিনও সকাল থেকে রান্নার জন্য তদারকী করতে হাজির ছিলেন মহীশিলা অ অা ক খ ক্লাবের সেক্রেটারী প্রসেনজিৎ দাশ ৷ আজকের মেনু ছিল ভাতের সংগে ডিম-আলুর তরকারী ৷
এদিন প্রায় পঁচাশিজন ছাত্রছাত্রী খাবার খায় ৷
বিশ্বনাথ মিত্র বলেন, এর আগেও ডিসেরগড়ের বাসিন্দা ওয়াশিংটন শহরের প্রবাসী ভারতীয় পল উপাধ্যায় লকডাউন পর্বে বেশ কিছু টাকা আসানসোলের কর্মহীন মানুষদের জন্য পাঠিয়েছিলেন ৷ লছিপুরে যৌনকর্মীদের সন্তানদের পুষ্টিকর খাবার পরিবেশনের বিষয়টি তাদের নতুন করে ভাবায় ৷
ইতিমধ্যে তারা ‘হেল্প ফর সীতারামপুর’ নামে একটি গ্রুপও তারা তৈরী করে ফেলেছেন৷ বার্ণপুরের ছেলে আর এক প্রবাসী ভারতীয় সমীর নন্দী ভার্জিনিয়া শহরনিবাসী বহুজাতিক সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী ৷ তাঁর সংগে হোয়াটসআপে যোগাযোগ করা হলে ভার্জিনিয়া থেকে ফোনে জানালেন, বিশ্বনাথ মিত্রের এই উদ্যোগে তারাও সমানভাবে শরিক হতে চান ৷ আগামীদিনে এইসব রোজগারশূন্য নিপীড়িতা মহিলাদের সন্তানেরা যাতে দুপুরে দুটো অন্ন খেতে পায়, সেই চেষ্টা অবশ্যই করবেন ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার শিক্ষক বাবাই চক্রবর্তী এবং আসানসোল ইসমাইলের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট অতনু চক্রবর্তী ৷

Leave a Reply