ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

আদিবাসীদের ধর্মীয় স্থল পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

বেঙ্গল মিরর,বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ:আদিবাসী ধর্মীয় স্থল জমি দখল করতে চাইছে এই অভিযোগে ভিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছিল আদিবাসী সম্প্রদায় মানুষজন।
রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি,সদস্য ও বল্লভ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা রাণীগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নুপুর মৌজার সাঁওতাল আদিবাসীদের জাহেরথান ধর্মীয় স্থল পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মন্ডল এবং তারা বলেন আজকে এই জায়গাটি দেখে গেলাম 12 তারিখে আমাদের বিডিও কে নিয়ে বি এল আর ও কে নিয়ে জমি মাপা মাপি করে এবং যে আদিবাসীদের ধর্মীয় স্থল রয়েছে সেটিকে বাদ দিয়ে যা করণীয় করার সেটাই আমরা করব ।আমাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সঙ্গে আছে ,আমাদের আসানসোল দক্ষিণ এর বিধায়ক তাপস ব্যানার্জি এবং আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মেম্বার সকলেই আদিবাসীদের সঙ্গে রয়েছি। তাদের দাবি ,সেই দাবি রক্ষা করার চেষ্টা করব।

Leave a Reply