ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANव्यापार जगत

এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার সিএসআর ফান্ড থেকে তুলে দেওয়া হলো তিরপল, ফুটবল ও জার্সির সেট

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর :-শাকাম্বারি গ্রুপের এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার সি.এস.আর ফান্ড থেকে এলাকায় উন্নয়নের স্বার্থে
বৃহস্পতিবার রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং এর হাতে তুলে দেওয়া হলো ১০০টি তিরপল,৪০টি ফুটবল এবং ৪০পিস জার্সির সেট।
এই প্রসঙ্গে গ্রুপ সিনিয়ার ম্যানেজার রঞ্জয় খাসনোবিষ বলেন সালানপুর ব্লকের ন্যাকড়াজড়িয়া এলাকায় আমাদের কারখানা অবস্থিত,
আমাদের কোম্পানি প্রতিনিয়ত সি.এস.আর ফান্ড থেকে এলাকার উন্নয়ন মূলক কাজ করে থাকে।
তাই তার পরিপ্রেক্ষিতে বর্ষাকালের কথা মাথায় রেখে গরীব মানুষের সুবিধার স্বার্থে ১০০টি তিরপল এবং একলার যুবকদের খেলা ধুলার প্রতি আগ্রহ ফেরাতে ৪০টি ফুটবল ও ৪০পিস জার্সি সেট, এলাকার জননেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং এর হাতে তুলে দেওয়া হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সঞ্জয় কুমার চৌধুরী(নির্দেশক),
মৃত্যঞ্জয় চট্টোপাধ্যায়(এইচ.আর হেড জি.এম), পার্থ চক্রবর্তী
(এইচ.আর হেড এলোকুয়েন্ট),
রঞ্জয় খাসনোবিষ(গ্রুপ সিনিয়ার ম্যানেজার), রাহুল চ্যাটার্জী (এডমিন এলোকুয়েন্ট স্টিল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *