করোনাই আক্রান্ত হয়ে মারা গেল বর্ধমানের একজন এম আর।
বেঙ্গল মিরর ,বর্ধমান ,৮,আগস্ট :- এক মেডিকেল রিপ্রেজেন্টিভ করোনাই আক্রান্ত হয়ে মারা গেল বর্ধমানে ।পূর্ব বর্ধমানে কর্মরত ছিলেন 39 বছর বয়সী ওই যুবক। । শনিবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তিনি মারা যান বলে জানা গেছে । তার এই অকাল প্রয়াণের খবর পেতেই শোকের ছায়া নেমে আসে রাজ্যের মেডিকেল রিপ্রেজেন্টিভদের মনে।
WBMSRU বর্ধমান Singhdarja আঞ্চলিক কমিটির সম্পাদক ও WBMSRU পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য ছিলেন তিনি বলে জানিয়েছে ওই সংগঠনের নেতৃত্ব।