ASANSOL-BURNPUR

ইসমাইলে মাঝেমধ্যেই ঘটছে চুরির ঘটনা আতঙ্কিত স্থানীয়রা।

বেঙ্গল মিরর ,বার্নপুর, ৮ই আগস্ট :-
লকডাউনের আগে ও পরে আসানসোল ইসমাইলে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে ৷ শুক্রবার গভীররাতে এই অঞ্চলে শতাব্দী নগরের সারদামণি স্ট্রীটে জানলার তার কেটে চোরেরা চুরি করে নিল একটি মানিব্যাগসহ বেশ কিছু টাকা ৷ বাড়ির মালিক চম্পা চৌধুরী অভিযোগ করলেন, তারা পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন ৷ চোর বাড়ির পাঁচিল টপকে আসে ৷ জানালার তারের নেট কাটার পর শিক দিয়ে মানিব্যাগটিকে আয়ত্বে এনে কার্যসিদ্ধি করে ৷ ফলে খোওয়া যায় বেশ কয়েকশো টাকা ৷ পরে পুলিশে খবর দিলে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে আসেন ৷ প্রতিবেশী রেল স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন, এরকম ঘটনা অন্তত এই জায়গায় আগে কখনো নাকি ঘটেনি ৷ স্বভাবতই এই চুরির ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কে আছেন ৷

Leave a Reply