ASANSOLASANSOL-BURNPURBengali NewsWest Bengalराजनीति

মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বিজেপি ও সিপিএম এর ২০০ কর্মীর তৃণমূলে যোগদান

আসানসোল ,বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের কোর্ট মোড়ে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, রেল, ইসিএল, এল আই সি সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নিকরণ, পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের একটি পথ সভার আয়োজন করা হয়৷
এর আগে ভগৎ সিং মোড় থেকে রাজু আলুয়ালিয়ার নেতৃত্বে একটি রেলির আয়োজন করা হয়।
এদিন মন্ত্রীর হাত ধরে বিজেপি ও সিপিআই (এম)থেকে ২০০ কর্মী তৃণমূলে যোগদান করেন।
উপস্থিত ছিলেন প্রধান বক্তা পশ্চিমবঙ্গের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক , মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, জেলা সভাধিপতি সুভদ্রা বাউড়ি,ডেপুটি মেয়র তবাসুম আরা, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি,ববিতা দাস, স্বপন ব্যানার্জি, সমাজসেবী এবং সদ্য তৃণমূলে যোগদানকারী চন্দ্রশেখর কুন্ডু প্রমুখ ৷
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভানু বোস।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, বিজেপি সরকার শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। কেন্দ্র সরকারের ভ্রান্ত শ্রম নীতির জন্য দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিজেপির উদ্দেশ্য হচ্ছে দেশের সাধারণ মানুষকে ধাপ্পা দিয়ে দেশ লুঠ করা ৷ রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি বিক্রি হয়ে যাচ্ছে। দেশের চৌকিদারের উপস্থিতিতে দেশ লুঠ চলছে ৷ ৷ আচ্ছে দিন আসবে নরেন্দ্র মোদীকে গদি থেকে সরালেই ৷ এরই সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতিতে এদিনের সভা থেকে মাস্ক এর ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন মন্ত্রী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *