ASANSOLBengali NewsPANDESWAR-ANDALWest Bengal

আদিবাসী উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী দেখানো পথে আমরা চলবো : জিতেন্দ্র তিওয়ারি

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধান সভা এলাকায় রবিবার বিশ্ব আদিবাসী দিবস যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আদিবাসী সমাজের মানুষেরা তাকে তাদের প্রথাগত ভাবে স্বাগত জানান ও সম্মানিত করেন। এই প্রসঙ্গে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, পৃথিবীর যেখানেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা আছেন, সেখানে এদিন উৎসাহের সঙ্গে বিশ্ব আদিবাসী দিবস পালনের অনুষ্ঠান করা হচ্ছে। প্রতি বছরের এই দিনটায় আমরা শপথ নিয়ে থাকি। যারাই আপনাদের অধিকার, জমি ও জঙ্গল থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরে ও বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দোপাধ্যায় আদিবাসী মানুষ দের উন্নয়নের জন্য কমিটি তৈরী করেন। নিয়মিত বৈঠক করে আদিবাসী দের সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। অলচিকি ভাষাকে মান্যতা,দেওয়ার পরে, শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষায় অলচিকি ভাষায় পড়াশোনার ব্যবস্থা সরকার করেছে। আদিবাসী মহিলা দের স্বশক্তিকরনের জন্য সেল্ফ হেল্প গ্রুপ ও বৃদ্ধদের পেনশন দেওয়া হচ্ছে। সরকারি জমিতে থাকা জাহেরস্থানের জমিকে জাহের স্থানের নামে করার প্রক্রিয়া চলছে। বিধান সভার দুটি ব্লকে হোয়াটস অ্যাপ গ্রুপ করে আদিবাসী দের সমস্যার দিকে নজর রাখা হচ্ছে। আদিবাসী সমাজের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেখানো পথে আমরা চলবো। বিভিন্ন আদিবাসী এলাকায় বাবা তিলকা মূর্মু, সিধু কানু ও পন্ডিত রঘুনাথ মূর্মুর মূর্তি বসানো হয়েছে। গত ১০ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে কাজ করেছেন, যেভাবে আপনারা দিদিকে সমর্থন করছেন, সেই রকমভাবেই করতে থাকুন। যাতে দিদি আপনাদের জন্য আরো বেশি করে কাজ করতে পারেন। পান্ডবেশ্বর ও লাউদোহায় আমরা আপনাদের সঙ্গে আগের মতোই সঙ্গে থাকবো। করোনা থেকে বাঁচার জন্য সবাই মাস্ক পড়ুন ও সোশাল ডিস্টেন্স মেনে চলুন।

Leave a Reply