নিয়ামতপুরে অভিযান চালালো এসটিএফ।
বেঙ্গল মিরর ,নিয়ামতপুর, ই 10ই আগস্ট:- নিয়ামতপুরে কয়েকমাস আগে হদিস পাওয়া গিয়েছিল এক অস্ত্র কারখানার ।সেখান থেকে উদ্ধার হয়েছিল বিভিন্ন ধরনের অস্ত্র ও মেশিনপত্র। গ্রেপ্তার হয়েছিল বেশ কয়েকজন। রাজ্যের STF বাহিনী এই অভিযান চালিয়ে ছিল। সঙ্গে ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কর্মীরা ।সোমবার আবার রাজ্যের STF বাহিনী সেই জায়গা পরিদর্শন করেন। খতিয়ে দেখে আরো কিছু তথ্য জোগাড় করেন । আর এসটিএফকে দেখে নিয়ামতপুরের ওই এলাকা রীতিমত উৎসাহিত হয়ে পড়ে। তারা ভাবে যে আরও কিছু অস্ত্র বা অন্য কিছু উদ্ধার করল নাকি পুলিশ। কিন্তু এ ব্যাপারে এসটিএফ আধিকারিকরা ক্যামেরার সামনে মুখ খোলেননি ।



