ASANSOLASANSOL-BURNPURBengali NewsWest Bengal

পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, উত্তেজনা।

বেঙ্গল মিরর, বার্নপুর, 10ই আগস্ট :-
জলভরা কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হয় অশান্তি। তারপরেই মারামারি আর তাতেই মার খেয়ে মারা যায় এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত রহমতনগর এলাকায় ।এদিন দুপুর বারোটা নাগাদ ঘটে এই ঘটনাটি। ঘটনার সূত্রে তার পরিবারের সদস্যরা জানান, বাড়ির সামনে যে জল ভরার কল রয়েছে তার সামনে দাঁড়িয়ে ছিল একটি স্কুটি গাড়ি ।স্কুটি গাড়ির মালিককে বলা হয় গাড়িটি সরিয়ে নেওয়ার জন্য, সমস্যা হচ্ছে জল ভরতে। স্কুটির মালিক রাজি না হওয়ায় অশান্তি শুরু হয় দুই পরিবারের মধ্যে। প্রতিবেশী দুই পরিবারের অশান্তি পরে হাতাহাতি হতে শুরু করে ।দুই পক্ষের বয়োজ্যেষ্ঠরা অশান্তি থামিয়ে দেয়। পরে স্কুটি মালিকপক্ষ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই পরিবারের বাড়িতে হামলা করে দেয়। মারধর শুরু করে। তখনই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই বাড়ির 76 বছর বয়সী বৃদ্ধ । তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ।সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে ওই পরিবারের সদস্যরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *