KULTI-BARAKAR

জন্মাষ্টমী পালন করা হলো দিশার কচিকাঁচাদের নিয়ে।

বেঙ্গল মিরর, সিতারামপুর, 11 ই আগস্ট ঃ- অন্যান্যদিনের মত এইদিনও কয়েকজন সমাজসেবী সীতারামপুরের যৌনপল্লীতে দিশা জনকল্যাণ কেন্দ্রের পড়ুয়া শিশুদের পেটভরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিল ৷
জন্মাষ্টমী মানেই বালক কৃষ্ণকে মিষ্টিমুখ ৷ যখন ঘরে ঘরে শ্রীকৃষ্ণের আরাধনায় শুভ জন্মাষ্টমী পালন করা হচ্ছে, তখন আজ অবশ্য শুধু পড়ুয়ারাই ছিল না, আশেপাশের গরীব বেশ কয়েকজন ছেলে মেয়েও খেতে আসে ৷ কাউকেই ফিরিয়ে দেওয়া হয়নি ৷ কমিউনিটি কিচেনের প্রধান উদ্যোক্তা আসানসোল ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন, বাচ্চারা মিষ্টি খেতে চেয়েছিল ৷ তাই আজ সোয়াবিনের তরকারী ছাড়াও আইটেমে “বোঁদে” রাখা হয় ৷ দিশার কর্মকর্তা রজনী দাশ জানালেন, আজ ৯০ জন ছাত্রছাত্রী সমেত মোট ১৩০ জন খেতে আসে ৷ সুনীতা নামে এক ছাত্রী বলল, জন্মাষ্টমীর দিন খাবারের সঙ্গে বোঁদে পেয়ে তারা খুব খুশী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *