BARABANI-SALANPUR-CHITTARANJAN

ভানোড়াতে হলো শ্রমিক সংগঠন গুলির গেট মিটিং।

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা, ১১ ই আগস্ট:-
বারাবনি ব্লকের ভানোড়া ওয়েস্ট ব্লক কোলিয়ারিতে পাঁচটা শ্রমিক সংগঠন মিলে গেট মিটিং করে। মঙ্গলবার হয় এই সভা। কেন্দ্র সরকার দেশব্যাপী ৪১ টা যে খনি নিলামের ডাক দিয়েছিল তা থেকে আপাতত পিছিয়ে এসেছে কেন্দ্র তাই ১৮ আগস্ট পাঁচটা শ্রমিক সংগঠনের ডাকা বন্ধ এখন হচ্ছে না। পরবর্তীকালে এই আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে বলে তারা জানান। এই সভায় উপস্থিত ছিলেন মাহেশ সিং, গোবিন্দ ব্যানার্জি, নরেশ বাউরি প্রমুখ।

Leave a Reply