২৮ আগষ্ট লক ডাউন প্রত্যাহার করলো রাজ্য সরকার / মুখ্য সচিবের নয়া নির্দেশিকা জারি
বেঙ্গল মিরর,কলকাতাঃ ১২ আগষ্টঃ পূর্ব ঘোষণা মতো আগামী ২৮ আগষ্টের (শুক্রবার) রাজ্য সম্পূর্ণ লক ডাউন হচ্ছে না। এই মর্মে বুধবার রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব রাজীব সিনহা একটি নয়া নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে, পুরনো নির্দেশে বলা হয়েছিলো, আগামী ২৭ ও ২৮ আগষ্ট ( বৃহস্পতিবার ও শুক্রবার) রাজ্য জুড়ে লক ডাউন হবে। এই মাসের শেষ দিন অর্থাৎ আগামী ৩১ আগষ্ট সোমবারও লক হবে। রাজ্য সরকারের কাছে অনেকেই আবেদন করে বলেছেন যে, এই লক ডাউন হলে, চলতি মাসের শেষ চারদিক টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাতে অনেক সমস্যা হবে। লক ডাউনের সিদ্ধান্ত সরকার বিবেচনা করুক। সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার ২৮ আগষ্টের লক ডাউন প্রত্যাতার করে নিচ্ছে। অর্থাৎ রাজ্যের লক ডাউনের দিন গুলি হলো, ২০ আগষ্ট, ২১ আগষ্ট, ২৭ আগষ্ট ও ৩১ আগষ্ট।