কন্যাপুর হাইস্কুলে তালা ভেঙে ৫১০০০ টাকা চুরি; ঘটনার তদন্তে পুলিশ


বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : লক ডাউনের মাঝে নিরাপত্তারক্ষী থাকা সত্বেও স্কুলঘরের অফিসের তালার সঙ্গে আলমারির তালা ভেঙে চুরি ।
ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত কন্যাপুর ফাঁড়ি সংলগ্ন সেনরালে অঞ্চলে কন্যাপুর হাই স্কুলে।

এ বিষয়ে কন্যাপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস বলেন, ” বর্তমানে স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডমিশন চলছে।
গতকল বিকেল প্রায় সাড়ে চারটে পর্যন্ত এডমিশন চলে। যেহেতু ব্যাংকের গ্রাহক পরিষেবার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল তাই টাকাগুলো ব্যাংকে পাঠানো যায় নি।” আজ সকালে ১০ টা নাগাদ স্কুলে আসার সময় স্কুলের অফিস ক্লার্কদের থেকে চুরির খবর পান এবং স্কুলে পৌঁছে অফিসের দরজায় তালা ভাঙা দেখতে পান। এরপর অফিসে ঢুকে সমস্ত কিছু লন্ডভন্ড দেখতে পান। যে আলমারিতে টাকা ছিল সেই আলমারির তালা ভাঙ্গা দেখতে পাওয়া যায় চুরি হয়ে গেল প্রায় ৫১ হাজার ৭৮ টাকা কিন্তু প্রধান শিক্ষক এর বয়ান অনুযায়ী তার নিজস্ব আলমারিতে যেখানে কাগজপত্র রয়েছে সেই আলমারির তালা ভাঙ্গা হয়নি। এরপর পাশেই কন্যাপুর ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।