করোনা আবহে অনাড়ম্বর স্বাধীনতা দিবস পালিত হলো কলকাতার রেড রোডে
কলকাতা, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা পরিস্থিতিতে লালকেল্লার মত আড়ম্বরহীন স্বাধীনতা দিবস পালিত হল কলকাতার রেড রোডে। অতি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে।এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হয়। পুলিশের কুচকাওয়াজের পরই করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব রাজীব সিনহা, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রমুখ। তারপরই রেড রোড থেকে অদূরে সোজা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলে যান মুখ্যমন্ত্রী।
শনিবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯.৪৫ নাগাদ রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করার প্রটোকল মেনে মঞ্চে ওঠেন। প্রথা অনুযায়ী তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন কলকাতা পুলিশের অফিসাররা।এরপরই রেড রোডে নেতাজি মূর্তি এবং পুলিশ মেমোরিয়ালে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি সোজা চলে যান রাজভবনে।
রাজভবন সূত্রে খবর, সাধারণ কথাবার্তা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।