দুর্গাপুর কমলপুর মহিলা টিম হল চ্যাম্পিয়ন
বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, পাণ্ডবেশ্বর: 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা।পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত আলিনগর নীলপুর আদিবাসী যুব সম্প্রদায় আয়োজিত এক দিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চারটি মহিলা অংশগ্রহণ করেন। রানিসায়ের, রাম বাগান, দুর্গাপুর কমলপুর এবং কুমারডিহি। এই মহিলা ফুটবল প্রতিযোগিতা শুভ সূচনা করেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের যুব সভাপতি রুপেশ যাদব। বিধায়ক বলেন আজ স্বাধীনতা দিবস এতদিন স্বাধীন দেশ স্বাধীন হওয়ার মেয়েদেরকে পরাধীন করার একটা যে চক্রান্ত চলছিল তা আমাদের মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মহিলারা মাঠে ময়দানে নেমে স্বাধীন ভাবে করে দেখতে পারছে। আগে মায়েরা ভাবতে পারতোনা এখন মমতা ব্যানার্জী কে দেখে অনুপ্রাণিত হয়েছে। আগে ইন্দরা গান্ধী কে দেখে এখন মমতা ব্যানার্জী কে। মাননীয়া মমতা ব্যানার্জি রাজ্য চালাতে পারে,দেশ কে পরিচালনা করতে পারে। ইন্দ্রাগান্ধি যদি প্রধানমন্ত্রী হতে পারে তা আমাদের ঘরের মেয়েরা কেনো বাড়বে না।এই মহিলা ফুটবল প্রতিযোগিতা ফাইনলে অংশগ্রহণ করেন দুর্গাপুর কমলপুর মহিলা টিম ও রানিসায়ের মহিলা টিম। জয়ী হন দুর্গাপুর কমলপুর মহিলা টিম 5/0 গোলে।