ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বাধীনতা দিবসের দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রদের সম্মানিত করা হলো

বেঙ্গল মিরর রিক্কী বাল্মীকি সালানপুর :-

৭৪তম স্বাধীনতা দিবসে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সালানপুর ও চিত্তরঞ্জন চক্রের সমস্ত বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম,
দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের বারাবনি বিধায়কের হাত দিয়ে ফুল,
মোমেন্ট,মাক্স,পেন ও মিষ্টি মুখ করিয়ে সন্মানিত করা হলো।
তাছাড়া কিছু গরীব অসহায় ছাত্রছাত্রীদের বই,খাতা,পেন দিয়ে সহযোগিতা করা হলো।
এবং করোনা মহামারীতে যেসব সাংবাদিক প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে মানুষের কাছে সত্য খবর প্রকাশিত করে চলেছে তাদেরও সম্মানিত করা হয়।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন আজকের এই সুন্দর দিনে সামাজিক দূরত্ব বজায় রেখে সালানপুর ব্লকের চিত্তরঞ্জন ও সালানপুর এলাকায় সমস্ত বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী
দের সম্মান জানানো হলো,
তাছাড়া করোনা মহামারীতে যেসব সাংবাদিক বন্ধুরা প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে সত্য খবর প্রকাশ করে চলেছে তাদের বিশেষ ভাবে সন্মানিত করা হলো।
এবং তিনি আরো বলেন বারাবনি বিধানসভায় যেসব ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশুনা করতে পারছেন না তাদের আমরা অনুরোধ করছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা স্বার্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী
কর্মকার ঘাসি,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়,তৃণমূলের শিক্ষা সেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নেতা
অর্ধেন্দু রায়,প্রাথমিক শিক্ষা সেলের নেতা অনুপ ঘোষাল ও বিপ্লব মণ্ডল,পঞ্চায়েত সদস্য কল্যাণী রক্ষিত,সুলেখা দাস,
আশুতোষ তেওয়ারী,বীর সিং, অরূপ রক্ষিত,সুজিত দস্তিদার, সুভাষ মহাজন,জনার্ধন সিং সহ আরো অনেকে।

Leave a Reply