ASANSOLWest Bengalराजनीति

মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আসানসোলে দুই দিনে ৪০০ জনের তৃণমূল কংগ্রেসে যোগদান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমানের আসানসোলে দুটি ভিন্ন কর্মসূচিতে মোট ৪০০ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

প্রথম অনুষ্ঠানটি গতকাল শনিবার বিকেলে আসানসোলের ঊষাগ্রাম দুর্গামন্দিরের কাছে প্যাটেল ভবনে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে প্যাটেল সমাজের মোট ৩০০ জন মানুষ রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাত দ্বারা পতাকা ধরে টিএমসির সদস্যপদ গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য হিসেবে ২১ হাজার টাকার একটি চেক মন্ত্রীর হাতে দেওয়া হয়। । এই সভায় উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সদস্য় অভিজিত ঘটক, যূব নেতা চংকী সিংহ প্রমুখ। ঠিক একইভাবে রাজ্যের মন্ত্রী আসানসোল উত্তরের বিধায়ক ও জেলার চেয়ারম্যান মলয় ঘটকের উপস্থিতিতে আসানসোল রেলপারের ২১ নম্বর ওয়ার্ডেও কেএসটিপি অঞ্চলে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যেখানে মোট ১০০ জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকৃত ব্যক্তিদের মধ্যে মধ্যে একজন সিপিআইএম নেতাও রয়েছেন। এই সভায় উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সদস্য অভিজিৎ ঘটক এবং ব্লক সভাপতি উৎপল সিনহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *