ASANSOL

রোটারি ক্লাবে আফ রয়েল বেঙ্গলের পক্ষ থেকে খাবার বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল ঃ স্বাধীনতা দিবসের উপলক্ষয়ে রোটারি ক্লাবে আফ রোয়ল বেঙ্গল পক্ষ থেকে আসানসোলের পার্ক কৈফের সামনে দূস্থ বাচ্চাদের মধ্য়ে খাবার বিতরণ করে স্বাধীনতা দিবস পালন করা হল। ক্লাবের সভাপতি রিত্বিক ঘটক. সম্পাদক সুপ্রদীপ মুখার্জী, উজ্জবল রায়, সহ অন্য় সদস্য়রা এই অনুষ্টান্নে উপস্থিত ছিলেন। ক্লাবের সম্পাদক সুপ্রদীপ মুখার্জী জানান রোটারী ক্লাব সারা বিশ্বজুড়ে সমাজসেবার কাজ করে চোলেছে। ওনাদের ক্লাব ও সারা বছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করতে থাকে।

Leave a Reply