ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

কংগ্রেসকর্মীদের রাস্তার ওপর গর্তে জমা জলে চারা রোপণের মাধ্যমে রাজীব গান্ধীর জন্মদিন উদযাপন

protest by congress

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলে কংগ্রেস কর্মীরা
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে তাঁর জন্মদিনটি অভিনব উপায়ে পালন করেন।

রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে কংগ্রেস কর্মীরা
আসানসোল শহরের বিভিন্ন জায়গায় চারা রোপণের সিদ্ধান্ত নেন। কিন্তু যখন আসানসোল পৌর কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরারদি পাঁচগাছিয়া অঞ্চল দিয়ে যাওয়ার সময় রাস্তার বেহাল অবস্থা দেখে তারা এক অভিনব সিদ্ধান্ত নেন। ওই রাস্তা দুর্ঘটনাপ্রবন হবার কারণে তারা নিজেদের কে আর আটকে রাখতে পারেননি। প্রতিবাদ স্বরূপ কংগ্রেস কর্মীরা রাস্তায় তৈরী হওয়া বড় গর্ত এবং ওই গর্তগুলিতে জমে থাকা জল দেখার পরে কেবল সেই গর্তগুলিতে চারা রোপন শুরু করেন।
কংগ্রেস নেতারা বলেন, যে এই রাস্তার অবস্থা বহুকাল ধরে অত্যন্ত খারাপ এবং এটি সংস্কার করা হয়নি। রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে গর্ত এবং তা বর্ষাকালে জলে ভর্তি হয়ে পরিস্থিতি আরো খারাপ করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতীকী বিরোধ প্রদর্শন করতে আমরা আজ এখানে চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *