কুমোরপট্টিতে গণেশ পুজোর প্রাক্কালে প্রতিমা কারিগরদের ওপর করোনা পরিস্থিতির ছোঁয়া
আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : লকডাউনের ছায়া এবার গণেশ পুজোতেও।
কুমোরপট্টিতে প্রতিমা কারিগরদের ব্যবসাও রীতিমত মন্দার মুখে।
আসানসোলের মহিশীলা কলোনির কুমোরপট্টি গিয়ে এমনিই ছবি দেখা গেলো।
এক প্রতিমা কারিগর এবং দোকানের মালিককে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন ,” লকডাউনে এবার মূর্তির তৈরীর চাপ অনেকটাই কম। কাস্টমারদের ডিমান্ড অনেকটাই কম ফলে বড় মূর্তির থেকে ছোট মূর্তি চাহিদা বেশি। যে মূর্তিগুলো গতবারে ৪,৫ হাজার বা ৬ হাজারে বিক্রি হয়েছিল তা এবার ২ হাজার, ২ হাজার ২০০ বা ৩ হাজারে বিক্রি করে দিতে হচ্ছে। এতে রীতিমত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অথচ বিকল্প কোন ব্যবস্থা না থাকায় জীবিকা নির্বাহের কারণে ক্ষতির সম্মুখীন হয়েও তাদেরকে বিক্রি করতে হচ্ছে গণেশ প্রতিমা “।
মূর্তির চাহিদা না থাকার কারণে দোকানের কারিগরদের উপস্থিতি কম লক্ষ্য করা গেলো। করোনা পরিস্থিতিতে পুজোর উদ্যোক্তাদের বাজেটে টান অথবা ক্রেতারা তাদের বাজেট কমিয়ে দেওয়ার ফলে দোকানে অনেক বড় মূর্তি তৈরী অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । চাহিদা এখন কম বাজেটের ছোট প্রতিমাগুলির। এর মধ্যে বর্ষার কারণে অনেকটাই অসুবিধের সম্মুখীন প্রতিমা কারিগর থেকে দোকানের মালিকরা।
এটি জলের মত স্পষ্ট করোনা পরিস্থিতিতে আর সমস্ত কিছুর মতোই গণেশ পুজো এবার অন্যবারের তুলনায় অনেকটাই চাকচিক্যহীন।