প্রাকৃতিক দুর্যোগেও যৌনপল্লীতে দিশা জনকল্যাণ কেন্দ্রের অভাবী পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজন
বেঙ্গল মিরর, প্রকাশ দাস, নিয়ামতপুর:
প্রাকৃতিক দুর্যোগেও সীতারামপুরের লছিপুর যৌনপল্লীতে দিশা জনকল্যাণ কেন্দ্রের অভাবী পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজন বন্ধ হল না ৷ যথারীতি সকাল থেকে উনুন জ্বলল ৷ রান্নায় মেতে উঠলেন বাপী সরকার, টুম্পা সিনহারা ৷ হল খিচুড়ি এবং আলুর দম ৷ সারাদিন একনাগাড়ে বৃষ্টি হওয়ায় স্কুলে ছেলেমেয়েদের উপস্থিতি এইদিন কম থাকলেও অভিভাবক-মায়েরা এসে তাদের সন্তানদের জন্য খাবার বাড়িতে নিয়ে যান ৷ দিশার কর্মকর্তা রজনী দাশ জানালেন, শুধু তো বাচ্চাদের জন্য খাবার দেওয়া যায় না, তাই আজ যারাই এসেছেন পরিবারের সকলের জন্যই খিচুড়ি-আলুর দম দেওয়া হয়েছে ৷
এদিকে ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র নিজে অনেক ছাত্রছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে নিজে হাতে দুপুরের এই খাবার পৌঁছে দিলেন ৷