ASANSOL

সামডিতে আবার নামলো ধস,হঠাৎ ধসে পড়লো একটি হোটেল,স্থানীয়দের ম্যানেজার ও সেফটি অফিসারকে ঘিরে বিক্ষোভ

house damaged due to landslide

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর :-সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারীর সংলগ্ন সামডি লহাট মোড়ে আবার একবার হঠাৎ করে নেমে এলো ধস, হুড়মুড়িয়ে ধসে পড়লো একটি হোটেল।
যার ফলে স্থানীয়রা একত্রিত হয়ে
ম্যানেজার ও সেফটি অফিসারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ অবৈধভাবে কয়লা খনিতে ব্লাস্টিং করছে যার ফলে এই অঞ্চলের মানুষদের ঘরবাড়ি দোকানপাট ধসে পড়ছে।
সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত
সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারীর খোলা কয়লা খনি রয়েছে যার ১০০মিটার দূরত্বের মধ্যে দোকানপাট,বাড়ি-ঘর অবস্থিত কোনো নিয়ম না মেনে তারা ব্লাস্টিং করে চলেছে,আর এই নিয়ে কর্তৃপক্ষকে কিছু বলতে গেলে তাদের দুর্ব্যবহার করেন।
এই ঘটনা প্রসঙ্গে সামডি পঞ্চায়েত প্রধান জনার্ধন মণ্ডল জানান সামডি অঞ্চলের প্রতিটি
দোকানদারদের এবং বাড়ির মালিকদের ওই জায়গার মালিকানা অধিকার রয়েছে।তাদের তরফে বহুবার ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তাদের জমির ন্যায্য মূল্য দিয়ে কিনে নেওয়ার কথা বলা হয়েছে।কিন্তু ইসিএল কর্তৃপক্ষ বৈঠকে রাজি হলেও তারা ওই জমি এখনো নেয়নি,কিন্তু দিনের পর দিন কলিয়ারীতে ব্লাস্টিং করা হচ্ছে যার ফলে বাড়িঘর এবং দোকানপাট ধসে পড়ছে।
এই প্রসঙ্গে এরিয়া ম্যানেজার জানান তাদের জমির কেনার কথা হয়েছে,এবং সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুধুমাত্র তাদের জমির মূল্য পাওয়ার দেরি,
করোনার জেরে একটু দেরি হচ্ছে খুব দ্রুত ওই জমি ইসিএল ক্রয় করে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *