ASANSOLBengali NewsWest Bengal

আসানসোলের ডিপোপাড়ায় দক্ষিণা কালী মন্দির সোসাইটির তরফ থেকে মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে করোনা যোদ্ধাদের সম্মানিত করা হল

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা ভাইরাসের প্রকোপ অব্যাহত রয়েছে। এমতাবস্থায় করোনা যোদ্ধাদের সম্মান জানানো হলো আসানসোলের ডিপোপাড়ার দক্ষিণা কালী মন্দির সোসাইটির তরফ থেকে।
উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, বিশিষ্ট আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী ও তৃণমূল নেতা উৎপল সিনহা, এলাকার বিশিষ্ট মানুষ শ্রীযুক্ত রঞ্জিত, আরতী সরকার, মিলি মজুমদার প্রমুখ বিশিষ্ট মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মলয় মজুমদার।
অনুষ্ঠানের মন্ত্রী মলয় ঘটক বলেন, করোনা যোদ্ধাদের সম্মানিত করার অনুষ্ঠানে পেরে তিনি আনন্দিত এবং গর্বিত। এই কয়েক মাস ধরে রাজনৈতিক নেতারা যেরকম লাগাতার ছুটে চলেছেন সেভাবেই সামনের সারিতে থেকে এই করোনা যোদ্ধারা মানুষের পাশে দাঁড়িয়েছেন যার তুলনা হয় না। এজন্য তিনি দক্ষিণা কালী মন্দির কমিটিকে ধন্যবাদ জানান।”

মন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার ভীষণ ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ।প্রাইভেট কোভিড হাসপাতালের সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার।করোনা আবহে সরকার এক বছর পশ্চিমবঙ্গের মানুষের রেশন ফ্রি করে দিয়েছে অর্থাৎ বিনামূল্যে রেশন পাবেন মানুষ কার্ড থাকুক অথবা না থাকুক।”
যদিও মন্ত্রী এলাকার বিরোধী দলের থেকে নির্বাচিত সাংসদকে নিশানা করে বলেন
করোনা পরিস্থিতিতে আসানসোলে মানুষের খোঁজখবর নিতে সাংসদকে একবারও দেখা যায়নি।কিন্তু রাজ্য সরকার মানুষের পাশে সবসময় আছে।

এদিন বিভিন্ন মানুষকে সম্মানিত করা হয় যারা করোনা আবহে সামনের সারিতে থেকে মানুষকে সহায়তা করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *