ASANSOLASANSOL-BURNPURBengali News

বার্নপুর আমবাগান ঠাকুরপুকুর এলাকায় এক পরিবারের স্বপ্নাদেশে গনেশ পূজা

গনেশ পুজো

বেঙ্গল মিরর, উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: গণেশ পুজো আপনারা বিভিন্ন ধরনের বারোয়ারি ও সার্বজনীন পূজা দেখেছেন। কিন্তু আসানসোলের বার্নপুর আমবাগান ঠাকুরপুকুর এলাকায় এক পরিবারের স্বপ্নাদেশে গনেশ পূজা শুরু হয় ২০১১ সাল থেকে। সেই থেকে চলে আসছে জাঁকজমকভাবে গণেশ পুজো। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর করো না মহামারী হওয়ার ফলে কিছুটা হলেও ভাটা পড়েছে এই গণেশ পূজোয়। এই গণেশ পুজোর পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞেস করলে তাদের বক্তব্য প্রতিবছর ধুমধাম সহকারে গনেশ পূজা পালিত হয় এই পরিবারে। কিন্তু এই বছর মহামারী করোনার কারণে কিছুটা হলেও ভাটা পড়েছে। প্রথমে এখানে দূর-দূরান্ত থেকে মানুষজন এরা আসতো। কিন্তু এই বছর তা হলো না, কিছুই করেননি স্বপ্ন আদেশের পুজো তাই তারা নমো নমো করে সারলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *